বাংলাদেশি প্রকৌশলী নেবে সৌদি আরব, বেতন এক লাখের বেশি | Bangladeshi engineer will take Saudi Arabia, salary is more than 1,00,000


সরকারিভাবে সৌদি আরবে বাংলাদেশি ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলের মাধ্যমে সৌদি আরবের ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ কোম্পানির অধীনে বাংলাদেশি প্রকৌশলী (পুরুষ) নেওয়া হবে।

  • পদের নাম: সার্ভিস টেকনিশিয়ান
    পদসংখ্যা: ১০
    যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল
    মাসিক মূল বেতন: ৩০০০-৪৫০০ (সৌদি রিয়াল), বাংলাদেশি টাকায় ৬৮,৬৭০-১,০৩,০০৫ টাকা।

    • পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার/টেস্টিং অ্যান্ড কমিশনিং ইঞ্জিনিয়ার
      পদসংখ্যা: ১০
      যোগ্যতা: বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
      মাসিক মূল বেতন: ৫,০০০-৬,০০০ (সৌদি রিয়াল), বাংলাদেশি টাকায় ১,১৪,৪৫০-১,৩৭,৩৪০ টাকা।

      অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫-৪০ বছরের মধ্যে হতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে।


    • চাকরির শর্ত

      চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া কর্মী বহন করবেন, থাকা কোম্পানি বহন করবে। চাকরির মেয়াদ দুই বছর। সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী অন্যান্য শর্ত প্রযোজ্য হবে। যাঁদের বিরুদ্ধে দেশে বা সৌদি আরবে মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য।

    • বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ

      চূড়ান্ত নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ ৭২ হাজার টাকা, ভ্যাট ১০ হাজার ৮০০ টাকা, বোয়েসেলের নিবন্ধন ফি বাবদ ৩০০ টাকা, ওয়েজ আর্নার্স কল্যাণ ফি ৩০০ টাকা, কল্যাণ বোর্ডের ইনস্যুরেন্স ফি ৪৯০ টাকা, স্মার্ট কার্ড ফি ২৫০ টাকাসহ মোট ৮৭ হাজার ৩৪০ টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখা থেকে পে-অর্ডারের মাধ্যমে বোয়েসেল অফিসে জমা দিতে হবে। এ ছাড়া ভিসা ফি প্রার্থীকে দিতে হবে।

    • যেভাবে আবেদন
      আগ্রহী যোগ্য প্রার্থীদের এই লিংকের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্টের স্ক্যান কপি ও অভিজ্ঞতার সনদের কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

      আবেদনের শেষ তারিখ: ১০ জানুয়ারি, ২০২২।

0/Post a Comment/Comments

Previous Post Next Post