কুবিতে অনার্সে ভর্তি আবেদনের সময় বাড়ল | The time for application for admission in Honors in JU has increased


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে আজ সকাল ১০টায় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


ইউনিটভিত্তিক সাক্ষাৎকারের তারিখ ও বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া হেল্পলাইন নম্বরে (০১৫৫৭-৩৩০৩৮১/ ০১৫৫৭-৩৩০৩৮২) সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ফোন করে জানা যাবে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। 

এর আগে ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

0/Post a Comment/Comments

Previous Post Next Post