বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে খণ্ডকালীন চাকরি | Part time job in Bangladesh Agricultural Research Institute


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ইনস্টিটিউটে খণ্ডকালীন আইন উপদেষ্টা পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

  • পদের নাম: আইন উপদেষ্টা (খণ্ডকালীন)
    পদসংখ্যা:

    যোগ্যতা: আইনজীবী হিসেবে পাঁচ বছর হাইকোর্ট ডিভিশনে কাজ করার অভিজ্ঞতাসহ কমপক্ষে ১০ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। আপিল বিভাগে মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ও আপিল বিভাগে মামলা পরিচালনার সনদ ও আইন পেশায় নিয়োজিত অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তারাও আবেদন করতে পারবেন।

    প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে চার কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ইনস্টিটিউটের পক্ষে পরিচালিত নিম্ন ও উচ্চ আদালতে মামলার হাজিরা, জবাব দাখিল, শুনানি, প্লেইন্টের খসড়া তৈরি ও দাখিল, কনটেম্পটের জবাব দাখিল, আপিল ও রিভিউ দাখিল, আপিল ও রিভিউয়ের জবাব দাখিল, নথিতে মতামত প্রদান ইত্যাদি বিষয়ে দাবি করা ফিসের হার আইটেম ওয়ারি আবেদনপত্রের সঙ্গে উল্লেখ করতে হবে। আবেদনকারীকে হাইকোর্টে চেম্বার, সহকারী ও অন্যান্য সুবিধা প্রদানে সক্ষম হতে হবে এবং আবেদনে তা উল্লেখ করতে হবে।

    মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-১৭০১।

    যেভাবে আবেদন
    আবেদনপত্র পাঠানোর ঠিকানা
    আবেদনের শেষ সময়: আগামী ২০ জানুয়ারি ২০২২।

0/Post a Comment/Comments

Previous Post Next Post